ভ্রাম্যমান প্রতিনিধি নওগাঁ : নওগাঁয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মকর্তাসহ ৩২ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।
এর মধ্যে রাণীনগরে ৭ জন, মহাদেবপুরে ৬ জন, নিয়ামতপুরে ৮ জন, সাপাহারে ৭ জন, পত্নীতলায় ২ জন, ধামুইরহাটে ১জন, বদলগাছীতে ১জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ-মুর্শেদ বিকেলে নিশ্চিত করে জানান, ১০৬টি পাঠানো নমুনার মধ্যে ৭৩টি নমুনার ফলাফল এসেছে। তাদের মধ্যে নতুন সনাক্ত ৩২টি হয়েছে। সনাক্তদের মধ্যে রাণীনগরে ৬ দিনের এক শিশু ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য বিভাগের ৫জন রয়েছেন। এ ছাড়াও পত্নীতলা থানার ওসি এবং ওসি (তদন্ত) রয়েছেন। এ নিয়ে নওগাঁয় মোট সনাক্ত ৪৯ জন।
নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। বাকী ৫৬৪ জনের রিপোর্ট এখনো অপেক্ষামান আছে।