একেএম কামাল উদ্দিন টগর, নঁওগা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ইরা (১৬) ও ইরান (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ভাতঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুইটি আপন ভাই বোন। এবং ওই এলাকার ইয়ানুছ আলীর পুত্র ও কন্যা। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা সায়ের আলী জানান, দুপুরের দিকে ইরান পানিতে গোসল করার জন্য পার্শ্বে ক্যানেলে নামলে তাকে খুঁজে পাওয়া না গেলে তার আপন বড় বোন ভাইকে খোঁজার জন্য খালে নামে এক পর্যায়ে ইরাও পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে উভয়কে পানি থেকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উভয় কে মৃত ঘোষনা করেন।
