বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কড়ইবাড়িয়া গ্রামে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন যাপন করছেন,মৃত রহিম হাওলাদারের ছেলে মোঃ হাসান হাওলাদার (৬০) এবং তার পরিবার।
তাদের খোঁজ নিতে গিয়ে কথা হয় হাসান হাওলাদার এর শারীরিক প্রতিবন্ধী স্ত্রী মোসাঃ আম্বিয়া বেগম এর সাথে, তিনি জানান,ঘূর্ণিঝড় আম্ফানে আমার কাঁচা ঘরটি সম্পূর্ন ভেঙে গেছে। সেই থেকে এখন পর্যন্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জীবন-যাপন করে আসছি কোথাও কোন কাজকর্ম নেই, সংসারের কোন আয় নেই, দু বেলা দু মুঠো ভাত খেয়ে থাকাটাই এখন প্রায় অসম্ভব, তারমধ্যে হয়তো এই ভাঙা ঘরের মেরামত করা আর হবে না, বাকি জীবনটা এই ঝড়াজীর্ন ঘরেই কোন রকমের কাটাতে হবে।
এবিষয়ে, হাসান হাওলাদার বলেন একটা ঘর পাওয়ার জন্য স্থানীয় মেম্বার ও নেতাদের কাছে অনেক বার গিয়েছি কিন্তু কোন লাভ হয়নি এখন যদি কেউ আমাকে একটা ঘর দিতো তবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম।
এব্যাপারে কড়ইবাড়িয়া ইউপি সদস্য মোঃহুমায়ন হাওলাদার জানান,ইতিমধ্যে আমরা হাসান হাওলাদারের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র জমা নিয়েছি দেখি পরবর্তীতে তার জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে পারি কি না।
এদিকে উক্ত ইউপি সদস্যর এ জাতীয় কথাকে শুধু কথার কথা বলে কোন গুরুত্ব দিচ্ছেননা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ চেয়েছেন হাসান হাওলাদারের পরিবার।