রোমান আহমেদ ,সিরাজগঞ্জপ্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নারীকে গোপনে দাফন করেছে স্বজনেরাখবর পেয়ে স্বাস্থ্যবিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌছে দাফনকাজে সম্পৃক্তদের বাড়ী লকডাউন ঘোষণা করেছে।
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আলামিন হোসেন বলেন, উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকার আলেয়া খাতুন (৫৩) নামে এক গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বেডে চিকিৎসাধীন ছিলেন । মাকে সেবাযত্ন করতে গিয়ে তার মেয়ে লিজা খাতুনও (১৯) গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়। রোববার (০৩ মে) রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া খাতুনের মৃত্যু হয়।
সোমবার (০৪ মে) ভোররাতে নিজ বাড়ীতে মরদেহ আনার পর তথ্য গোপন করে পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় অনেকেই অংশ নেয়।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকতা ডা. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। ওই পরিবারের প্রত্যেকের নমুনা সংগ্রহ ও আশপাশের ১০টি বাড়ী লকডাউন করা হয়ছে। জানাযা ও দাফনকাজে সম্পৃক্তদের চিহ্নিত করার কাজ চলছে। এদের প্রত্যেককে কোয়ারেন্টিনের আওতায় আনা হবে। এছাড়াও করোনা আক্রান্ত লিজা খাতুনকে পরিপূর্ণ আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে।