Related Articles
মোঃ হাবিবুর রহমান সবুজ,শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুররের শ্রীপুর পৌর এলাকার ওয়ার্দ্দা দীঘির কাছে, মাটি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় আহত হয়েছে একজন। মাটি ভরাট কাজে নিয়োজিত ট্রাকটি, মাটি ঢালার সময়, রাস্তা থেকে নীচে পড়ে যায়,এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা মোঃ জামাল উদ্দিন ( ৪৮) নামে এক ব্যাক্তিকে ধাক্কা দিলে সে ছিটকে ট্রাকটির নীচে পড়ে যায়।
ট্রাকটি পরিত্যক্ত গাছের সাথে আটকে গেলে, ঐ ব্যাক্তি প্রাণে বেঁচে যায়। আহত ব্যক্তির চিৎকার চেচামেচি শুনে, এলাকাবাসী এগিয়ে এসে আহত জামাল উদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য ড্রাম ট্রাকের কারণে শ্রীপুর উপজেলার সকল রাস্তা- ঘাট চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে।
সরকার রাস্তা সংস্কার করে দিলেও কোন লাভ হচ্ছে না। ৬ মাসও টিকে না রাস্তা-ঘাট। কোন রাস্তার ধারণ-ক্ষমতা কত? তার কোন ধারণাই নেই এ সব ট্রাক ড্রাইভারদের।
“ওভার-লোড” ড্রাম ট্রাকের ভার সইতে না পেড়ে, রাস্তা-ঘাট আজ ক্ষত-বিক্ষত। নিয়ম শৃঙ্খলার কোন বালাই নেই, দেখার যেন কেউ নেই। সরকার প্রতি বৎসর রাস্তা সংস্কার করবে, আর ড্রাম ট্রাক নষ্ট করবে। এটাই যেন নিয়মে পরিনতি হয়েছে।
Post Views:
152