মোঃ সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলওয়ে জমিতে বসত বাড়িসহ কলাপট্টি মহানন্দা বাসস্টান্ড ও ঢাকা বাসস্টান্ড কাউন্টারের প্রায় ৫০টি দোকান বোলডেজার দিয়ে গুরিয়ে দিয়েছে রেলওয়ে বিভাগ।বাংলাদেশ রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি ভূমি কমিশসার সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান , রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এন বি সদস্য সহ উপস্থিত ছিলেন জিআরপি রেলওয়ে সদস্যরা, আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার (তদন্ত) ওসি কবির হোসেন।সরকারি উচ্ছেদ অভিযান কাজে বাধা দেওয়ার জন্যে সেন্টু নামে এক জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুনজ্জামান খান । এক ঘন্টা পরে সেন্টু কে ছেড়ে দেওয়া হয়।
রেলওয়ে কর্মকর্তা কানুনগো মহাসিন আলী জানান দু ‘শটির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।একজন ক্ষতিগ্রস্ত সিমেন্ট ব্যবসায়ী মোঃ তোতা জানান আমার ব্যবসা সম্পূর্ণ লোনের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করতাম, এখন আমার দোকান ভেঙ্গে দেওয়ায় আমি সম্পন্ন নিঃস্ব। তিনি আরও জানান এই ব্যবসার উপর নির্ভর আমার পরিবার চলত। এ সময় ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পূর্ণবাসনের দাবি জানান।