জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার-ভিডিপি বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে।
রোববার সকাল ১১ টার দিকে পৌর এলাকার বেলেপুকুরে জেলা আনসার ভিডিপির কার্যালয়ের সামনের রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ুন কবির, সদর উপজেলার আনসার ও ভিডিবি কর্মকর্তা শহীদুল ইসলামসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন, পৌর ওয়ার্ড পর্যায়ের সম্মানিভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারটি করে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও আনসার -ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় জেলার ৫ টি উপজেলায় এক হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।
রিপোর্ট – কপোত নবী। চাঁপাইনবাবগঞ্জ।