নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনের। এর মধ্যে পজিটিভ ৪৯ জন আর নিগেটিভ ১ হাজার ৫০৮ জন। যার ভিতর রিপোর্ট পেন্ডিং আছে ১৯০ জনের।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ২ জন ইতোমধ্যে আরোগ্য লাভ করেছেন। বাকীরাও উপসর্গবিহীন চিকিৎসাধীন আছে নিজনিজ বাড়িতে।
দায়িত্বশীল হতে ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতেও আহবান জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে ঈদের দিন ২২ জন করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন খাদ্য সামগ্রী পৌঁছে দেন।