স্টাফ রিপোর্টার, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় ও ম্যাজিস্ট্রেটসহ অভিযানটি চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ ওয়ার্ডের দরগাপাড়ার মতিন আলীর ছেলে মারুফ আলী (১৮), মসজিদ পাড়ার আবদুল কাদেরের ছেলে সুমন (২৫) ও একই পাড়ার মৃত রইসউদ্দিনের ছেলে সেন্টু (৪৫)। ২০ জুন শনিবার রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।