Related Articles
চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম টিপু, সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, বিএনপি নেতা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদসহ অন্যান্যরা। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোজিদুল হক, সাংগাঠনিক সম্পাদক শামীম কবির হেলিম, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, শিবগঞ্জ আদিনা সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মো. হায়াতোদ্দৌলা।
সংবাদ দাতা- কপোত নবী।
Post Views:
146