Breaking News
Home / চাঁপাই-নবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, কপোত নবী : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ হাজার টাকা প্রদান করা হয়।

বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, জেলা ট্রাক, ট্যাঙ্কলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নূরুল হক বলেন, করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এ সময় যেন কোন শিক্ষার্থী পড়ালেখায় অমনোযোগী বা ঝরে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য রাখছেন। বর্তমান সময়ে কোন শ্রমিকের সন্তান যেন পড়ালেখায় বিঘ্ন না ঘটে সেদিকেও নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

SK Computer, Godagari, Rajshahi. 01721031894

About জনতার কথা ডেস্ক

Check Also

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি হাতে বিপুল পরিমাণ ইয়াবা এবং ফেনসিডিলসহ ২ জন আটক

  চাঁপাইনবাবগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার টাকার মাদকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। নিজস্ব প্রতিবেদক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *