নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
৩১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী পৌর এলাকার কোর্ট বাগান, নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেট, শান্তিমোড়, বিশ্বরোড, বড় ইন্দারা, পুরাতন বাজারসহ বিভিন্নস্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
এ ছাড়াও মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে নিয়মকানুন মেনে চলার আহবানও জানিয়েছেন পুলিশ।
পুলিশের বিশেষ টিম বিশেষ পোশাক পরে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে। এ অভিযান পুলিশের অব্যাহত থাকবে। জেলার ৫ থানায় চলবে এ কার্যক্রম।