Related Articles
ডিএম কপোত নবী, জনতার কথা প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৭৪০ জন। বুধবার ২৬ জনের পরীক্ষায় ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত দুদিনে নতুন ১২ জন আক্রান্ত হয়।
জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫ জনের বিপরীতে ১০ জনের দেহে করোনা আক্রান্ত হয়।
ডা. নজরুল আরও জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, শিবগঞ্জ উপজেলায় ১ জন ও গোমস্তাপুরের ১ জন।
তিনি আরও জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নারীসহ ১৪ জন। সুস্থ হয়েছেন ৫৬৯ জন। চিকিৎসাধীন আছেন ১৫৫ জন। এখনও ২০ জনের রিপোর্ট পাওয়া যায় নি।
এদিকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জেলার সকল নাগরিক কে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে চলার জোর আহবান জানান।
Post Views:
264