চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান‘ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক সভা অনুষ্ঠিত হয়।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিপন কুমার মোদক, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান প্রমুখ।
বক্তারা বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেভাবে পাকিস্তানি ও তাদের দোসরদের পরাজিত করা হয়েছে তেমনিভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের পরাজিত করা হবে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে যেমন ধ্বংস করা যাবে না তেমনি কেউ যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বা ভাঙে তাহলে তাদেরকেও মুক্তিযুদ্ধের মতো পরাজিত করব।
সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
