স্টাফ রিপোর্টার, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩০), রাজ্জাক আলীর ছেলে জাকিরুল ইসলাম (২৭) এবং শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫)।
গত মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরো ৫০ হাজার টাকাসহ কয়েকটি রশিদ ও একটি নোটবুক উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক সমন্বয় কমিটির নামে বেশ কয়েকটি গ্রুপ চাঁদাবাজি করছে। এদের মধ্যে একটি গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধভাবে কেউ চাঁদাবাজি করলে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।