গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের মাধ্যমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । গোমস্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব এ.কে.এম মনজুরে মাওলা, নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।
প্রশিক্ষণে বামিস পোর্টালের মাধ্যমে আবহাওয়ার তথ্য প্রাপ্তি, ইউনিয়ন পরিষদে স্থাপিত ডিসপ্লে বোর্ডের ব্যবহার, ১০৯০ নম্বরে কল করে আবহাওয়ার তথ্য জানাসহ বিভিন্ন বিষয়ে কৃৃৃৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।