গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ রাজশাহী গোদাগাড়ীতে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে প্রেমতুলি ফাঁড়ি পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর হিজলগাছি গ্রামের মৃত বুলুর ছেলে আশরাফ (৪৮) কে একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় দেখলে তাৎক্ষণিকভাবে প্রেমতলি পুলিশ ফাঁড়িতে অবহিত করেন স্থানীয় কৃষকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ পেশায় কৃষিকাজে যুক্ত ছিলেন বলে জানান, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে আটটা নয়টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল তারপর থেকে আর বাড়ি ফিরেনি। গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । এবং ময়নাতদন্তের জন্য পর বিস্তারিত জানতে পারা যাবে বলে জানান ।
