মোঃ ইসহাক গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” স্লোগানে ডিসেম্বর মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল এগারোটায় দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক ও বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন স্কুলের প্রধানদের মাঝে হাই ও সিট বেঞ্চ,বিভিন্ন মসজিদে ইমাম, মুক্তিযোদ্ধা ও অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র ও অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ জানে আলম। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ আবু বাশির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কাউসার মাসুম, (ভারপ্রাপ্ত)মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমারসহ অন্যান্যরা।