খাগড়াছড়ি প্রতিনিধি : “কৃষক বাঁচক বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ“ছাত্রলীগ”। তারই ধারাবাহিকতায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ১নং গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমার পরামর্শক্রমে গুইমারা উপজেলা ছাত্রলীগ কৃষকের জমির পাঁকা ধান কেঁটে দিল ছাত্রলীগের নেতা কর্মিরা। গুইমারা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শুকুমার দেবনাথের জমির পাঁকা ধান শ্রমিক সংকটের কারণে নষ্ট হওয়ার উপক্রম দেখা দিলে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে সারা দেশে ছাত্রলীগ, অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে তাই তিনি , গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের কাছে তার পাঁকা ধান কেটে দেওয়ার সহযোগীতা চাইলে, আজ সকালে গুইমারা উপজেলা ছাত্রলীগ শুকুমার দেবনাথের ১ বিঘা জমির পাঁকা ধান কেটে ঘরে তুলে দেয়।
ধান কাঁটা কর্মসুচি টি গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ছাত্রলীগের , যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিজন, সাংগঠণিক সম্পাদক ননুশে মারমা, দপ্তর সম্পাদক সুমন দাস, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্টাচার্য , সুজয় দে সহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা ।