মোঃ হাবিবুর রহমান সবুজ ঢালী ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলায় আসন্ন শ্রীপুর পৌর নির্বাচনে আজ ছিল মেয়র পদে প্রার্থীতা যাচাই-বাছাই এর নির্ধারীত দিন। প্রার্থীদের দেওয়া তত্ত্ব যাচাই-বাছাই শেষে গাজীপুর জেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ ইস্তাফিজু হক, চার জনকেই বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন। বৈধ মেয়র প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব মোঃ আনিসুর রহমান আনিস, বিএনপি থেকে মনোনীত মেয়র পদপ্রার্থী এডঃ কাজী খান, বাংলাদেশ ইসলামি আন্দোলন এর ফরহাদ আহমেদ মোমতাজী, এবং স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ শাহ্ আলম। আগামী ৩১শে ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ও ১লা জানুয়ারি হবে প্রতিক বরাদ্দ। এই নির্বাচনটি হওয়ার কথা ছিল ২৮শে ডিসেম্বর। বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব শহীদুল্লাহ্ শহীদ এর মৃত্যুে নির্বাচনটি স্থগিত হয়ে যায়। নতুন তফসিল অনুযায়ী আগামী ১৬ই জানুয়ারি হবে শ্রীপুর পৌর নির্বাচন।
