খাগড়াছড়ি প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।খাগড়াছড়ি জেলা ও সাজেকসহ ২১টি গ্রামে প্রায় ৭০০ পরিবারের মাঝে মানবিক ত্রাণ সহায়তা চাল বিতরণ করেন।পার্বত্য এলাকায় একমাত্র ইঞ্জিনিয়ারদের সংগঠন “হিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (HEAB)এবং তাদেরক সার্বিক সহযোগীতা করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু মংশেপ্রু চৌধুরী অপু।
এ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ি জেলা ও সাজেকে গরীব এবং ক্ষেতে খাওয়া অসহায় মানুষদের মাঝে ৩টি স্পটে ২১টি গ্রামে প্রায় ৭০০ পরিবারকে মানবিক ত্রাণ সহায়তায় চাল বিতরণ করল ইঞ্জিনিয়ারদের সংগঠন HEAB।

খাগড়াছড়ি নয় মাইল এলাকায় ত্রিপুরা পাড়া ১ টন (১০০০ কেজি) চাল বিতরণের জন্য ঐ এলাকার মেম্বার গণেষ ত্রিপুরার নিকট তুলে দেওয়া হয়।দীঘিনালা উপজেলায় দুর্গম বিষ্ণু কার্বারী পাড়ায় ১ টন (১০০০ কেজি) চাল বিতরণের জন্য ঐ এলাকার মেম্বার ঘনসিয়াম ত্রিপুরার নিকট তুলে দেওয়া হয়।বাঘাইহাট, সাজেক ইউনিয়নে ১৯টি গ্রামে ৬ টন
(৬০০০ কেজি) চাল বিতরণের জন্য ঐ এলাকার মহিলা মেম্বারের নিকট তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানিয় মেম্বার,সংগঠনের সভাপতি,সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।