কুষ্টিয়া প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনির ত্বত্তাবধায়নে নির্মিত জীবানু নাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা দেড়টার সময় কুষ্টিয়ার এস এস রোডে নব নির্মিত এই টানেলের উদ্বোধন করা হয়। ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসাদুজ্জামান তাপসের তত্তাবধায়নে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই টানেলের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং ২১ পদাতিক ব্রিগ্রেডের ব্রিগেড কমান্ডার মোঃ রিয়াজুর রহমান।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভীর আরাফাত, পৌর মেয়র আনোয়ার আলী সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়ার গুরুত্বপূর্ন আরো কয়েকটি জায়গায় এই টানেল স্থাপন করা হবে। এবং যতদিন এই করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।