শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নতুন করে আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫,জুলাই ) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১৩৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৯ টি পজেটিভ রোগী সনাক্ত করা হয়।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৩ জন, কুমারখালীতে ১ জন, মিরপুরে ১ জন, কুষ্টিয়া সদরে ১৪ জন ।
উপজেলা ভিত্তিক সনাক্ত রোগীদের মধ্যে দৌলতপুর উপজেলায় ১৩৪ জন, ভেড়ামারায় ৯৫ জন, মিরপুরে৫৭ জন, সদর উপজেলায় ৫৯৯ জন, কুমারখালীতে ১৫০ জন, খোকসায় ৩৫ জন। করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৫৭৬ জন রোগী। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জন। খুলনায় চিকিৎসাধীন ৩ জন। মারা গেছেন ২১ জন রোগী এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন রোগী। এ নিয়ে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০৭০ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জনগনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন।