কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ায় নতুন করে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার ( ৭ মে) দুপুরে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আরো একজনের দেহে করোনাভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকার ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন থেকে ৬৬ টি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৬৭ টি (মোট ১৩৩) টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে এবং বাকি রিপোর্ট গুলো নেগেটিভ এসেছে।
আক্রান্ত রোগী পুরুষ এবং তার বয়স ৪৫ বছর। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাসিন্দা। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান,রোগীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় আক্রান্তদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।