Related Articles
শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি সর্দি জ্বরে অনুভব করলে শনিবার(০৬ জুন) সকালে তিনি নমুনা দেন পরীক্ষার জন্য। বিকেলে করোনা পরীক্ষার ফলাফল আসলে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত ।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচএম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬ জুন শনিবার মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬৮ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় শনিবার নতুন করে ৭ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। দুইটি নমুনা ফলোআপেও পজেটিভ এসেছে। নতুন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুই জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১ জন। ভেড়ামারা উপজেলাতে ৪ জন, এদের বাড়ী বামনপাড়া, বাহাদুরপুর, আরকানদিতে । শনিবার সনাক্তদের মধ্যে ২ জনের বয়স ২১- ৩০ বছর ,৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত সবাই পুরুষ।
কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, তিনি সুস্থ আছেন। হোমকোয়ারেন্টিনে রয়েছেন। এজন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের জন্য দোয়া কামনা করেন তিনি। আহমেদ সাদাত জানান,করোনা সংক্রমনের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ডিসি স্যার করোনা আক্রান্ত হবার পর যারা স্যার’র সার্বক্ষণিক পাশে থেকে কাজ করেছেন তারাও করোনা পজিটিভ কিনা তা নিশ্চিত হতে আগামীকাল নমুনা দিবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।
এদিকে শনিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রির্পোটে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় ১১১জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন।
Post Views:
258