Breaking News
Home / অন্যান্য / কোভিড-১৯ / কুষ্টিয়ায় আরো ২১,জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় আরো ২১,জন করোনায় আক্রান্ত

শাহীন আলম লিটন,কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নতুন করে আরো ২১, জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৯,জুন) সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১২৭,টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১০৬ ,টি নেগেটিভ ও ২১,টি পজেটিভ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ১০ জন, সদর উপজেলায় ৫ জন, কুমারখালীতে ১ জন, মিরপুরে ২জন ও খোকসায় ১ জন।কুষ্টিয়া জেলায় এছাড়াও আরো ১ জনের রিপোর্ট ফলোআপে পজেটিভ হয়েছে।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা পেয়ারাতলা ১ জন, থানাপাড়া ২ জন, কাঞ্চনপুর (কমলাপুর) ১ জন ও আড়ুয়াপাড়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা দক্ষিণ ভবানীপুর। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানা কাচারিপাড়া ১ জন, কুন্ডুপাড়া ১ জন, কুটিবাজার ১ জন, উত্তর ভবানীপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন ও ভেড়ামারা সোনালী ব্যাংকের ৫ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ফারাকপুর ১ জন ও দুঃখীপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা রাজিনাথপুর।
আজকে নতুন সনাক্ত ১৭,জন,পুরুষ ও ৪,জন নারী। উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর উপজেলায় ৪৪,জন। ভেড়ামারা উপজেলায় ৫০, জন। মিরপুর উপজেলায় ২৫, জন।সদর উপজেলায় ১৫২,জন।কুমারখালী উপজেলায় ৪২,জন। খোকসা উপজেলায় ১৫,জন।
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৭, জন।উপজেলা ভিত্তিক সুস্থ ৭৫, জন।বহিরাগত সুস্থ ২,জন।
দৌলতপুর উপজেলায় ১৮,জন।ভেড়ামারা উপজেলায় ৯, জন।মিরপুর উপজেলায়  ১০,জন। সদর উপজেলায় ২২,জন।কুমারখালী উপজেলায়  ১২,জন। খোকসা উপজেলায় ৪,জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৪, জন। হাসপাতালে চিকিৎসাধীন ১৫, জন।খুলনায় চিকিৎসাধীন  ৩, জন।
মোট মৃত্যু সংখ্যা ২,জন। কুমারখালী উপজেলায় মৃত ১, জন।দৌলতপুর উপজেলায় ১,জন।মোট পুরুষ রোগী, ২৫২।মোট রোগী নারী, ৭৬।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট সংখ্যা  ৩২৮, জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তারমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৭৭,জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত কোন রোগী এখন পর্যন্ত মারা যাননি বলে জানা গেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম আরোও জানান, সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।
SK Computer, Godagari, Rajshahi. 01721031894

About জনতার কথা ডেস্ক

Check Also

রাজশাহীতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন কার্যক্রমের উদ্বোধনে মেয়র লিটন

মোঃ পাভেল ইসলাম নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদনে ফ্রুট ব্যাগিং পদ্ধতি কার্যক্রমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *