Related Articles
শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম নিতাই কুন্ডু (৩৫)। আজ শুক্রবার (১৯,জুন) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৬ জুন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিতাই কুন্ডু। তিনি ভেড়ামারা শহরের ৭নং ওয়ার্ডের কুন্ডুপাড়ার মঙ্গল কুন্ডুর ছেলে। গত ১৬ জুন দুপুরে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নিতাই কুন্ডু। পরে সন্ধ্যায় ওই হাসপাতালে তিনি মারা যান। চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠান। আজ তার নমুনা পরীক্ষার পর পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
Post Views:
310