শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি ; কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর মিম খাতুন (০৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ০১ ডিসেম্বর) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার ( ৩০ নভেম্বর) সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন। তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Check Also
চাঁপাইনবাবগঞ্জে ভাঙ্গন কবলিত পদ্মা নদীর বাঁধ পরিদর্শনে আব্দুল ওদুদ বিশ্বাস
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার(সদর) উপজেলা ভাঙ্গন কবলিত এলাকার পদ্মা নদীর …