Related Articles
শাহীন আলম লিটন,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরো ১৫, জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (০৯জুন) সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ২০০,টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৮৫,টি নেগেটিভ ও ১৫,টি পজেটিভ।কুষ্টিয়ায় সদ্য যোগ দেয়া এডিসি সিরাজুল ইসলাম ও
কালের কণ্ঠের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক করোনা পজিটিভ রয়েছে। নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, মিরপুর ২ জন, কুমারখালী২ জন, খোকসা ২ জন। সদরের ব্যাক্তিদের ঠিকানা কমলাপুর, মজমপুর,কোর্টপাড়া,খাজানগর ও জেলা প্রশাসকের কার্যালয় ।মিরপুরের ব্যক্তিদের ঠিকানা পোড়াদহ। খোকসার ব্যাক্তিদের ঠিকানা জানিপুর। কুমারখালীর ব্যাক্তিদের ঠিকানা নন্দলালপুর ও পৌরসভা।আজকে নতুন সনাক্ত ১৩,জন,পুরুষ ও ২,জন নারী।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত : দৌলতপুর ২৫, ভেড়ামারা ২৪, মিরপুর ১৫, সদর ৫৪,কুমারখালী ২৩, খোকসা ১২।
মোট পুরুষ রোগী, ১১৫।মোট রোগী নারী, ৩৮।
এই নিয়ে কুষ্টিয়ায় ১৫৩, জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তারমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত কোন রোগী এখন পর্যন্ত মারা যাননি বলে জানা গেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম আরোও জানান, সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।
Post Views:
351