কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারীতে করোনার উপস্বর্গ নিয়ে দুই শিশুর মিত্যু হয়েছে। মৃত দুই শিশু ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬ মাসের ছেলে করোনা উপস্বর্গ নিয়ে মারা যায়। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিলো। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। নিশ্চিত হওয়ার জন্য মৃত শিশু ও পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে পরিবারের লোকজন মরদেহ শতকর্তার সাথে দাফন করে।
অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহিবাজার গ্রামের রিয়াজুল ইসলামের ৬ বছরের মেয়ে নাফিজা জ্বর সর্দি নিয়ে ভোর রাতে মারা যায়। রিয়াজুল ইসলাম বেশ কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এস.এম সায়েম জানান, শিশুটির পিতা ঢাকা ফেরত এবং জ্বর সর্দি নিয়ে যেহুতু মারা গেছে, তাই অধিকতর শতর্কতার জন্য মৃত
শিশু ও তার পিতা-মাতার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে পরিবারের লোকজন শিশুটিকে দাফন করে।