মোঃ মমিন হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে মুলিয়া গ্রামে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছেন বন্ধু যুব সংঘ ।
স্থানীয় ইউপি সদস্য জনাব মো জোবায়েদ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি ও বাংড়া ইউপি চেয়ারম্যান জনাব মো হাসমত আলী নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা মনি সহ আব্দুল লতিফ, শাহিনা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আজ মহান বিজয় দিবস যাদের একসাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের আজ শ্রদ্ধারসাথে স্মরণ করছি সেই সাথে সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত কাজেই আমাদের সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি উপভোগ করতে হবে এবং তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে শুরু হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলা সর্বশেষ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷
Attachments area