কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি মানিক সরকার (৪০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। ১৯ মে বুধবার তিনি নিজ গ্রামে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের পালগিরি গ্রামে সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে মারা যান। ১৯ মে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কমিটির মাধ্যমে মৃত ব্যাক্তির দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ জানান মৃত মানিক সরকারের করোনা ভাইরাস নিশ্চিত হওয়ার জন্য তার নমনা সংগ্রহ করা হয়েছে । এ নিয়ে সন্দেজনক করেনার উপর্সগ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩জন। জানাগেছে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক সরকার সন্দেজনক উপসর্গ নিয়ে ৪/৫ দিন পুর্বে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে।
