কক্সবাজার প্রতিনিধি:মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ৩০ এপ্রিল সকালে জেলার রামুর দক্ষিণ মিঠাছড়ির নিজের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিনিধি এম সাইফুল ইসলাম ও গোলাম আরিফ লিটনের উদ্যোগে কর্মহীন গৃহবন্দী দুস্থ অসহায় দরিদ্র ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা, রামু থানা অফিসার ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ প্রশাসন , দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভূট্টো,ইউপি সদস্য মোহাম্মদ খলিল, চাইল্যাতলী এ,কে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা আবুল কালাম, নিজের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা আমান উল্লাহ, তাতী লীগ নেতা রশিদ উল্লাহ, সমাজ সেবক মোহাম্মদ হোছাইন মাই টিভির সফলতা ও মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। মাই টিভির ১১ তম বর্ষ পূর্তিতে আসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করায় সাধুবাদ জানিয়ে পৃথক পৃথকভাবে শুভেচ্ছা জানান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা,জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, তথ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য কক্সবাজার সদর-রামু ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।