সাইফুল ইসলাম,কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর আলোচিত শফি হত্যা মামলার প্রধান আসামি ঘাতক মুহিবুল্লাহকে কক্সবাজার সমিতি পাড়া এলাকা হতে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সংবাদের সূত্রে জানা যায়, ০৬জুন (শনিবার) আনুমানিক দুপুর দুইটার দিকে সমিতি পাড়া এলাকা হতে স্থানীয়রা মুহিবুল্লাহকে আটক করে মহেশখালী থানাকে খবর দেন৷
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধরের পরামর্শে ধৃত আসামীকে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্ল্যেখ যে, বিগত ১০ মার্চ রাত আনুমানিক ১২টার সময় ছোট মহেশখালীর সিপাহির পাড়া এলাকার বটতলী পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বসত বাড়ীতে বৃদ্ধ শফি আলমকে (৬৫) পিটিয়ে হত্যা করা হয়।
১১ মার্চ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে মুহিবুল্লাহকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করে।
একইদিনে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামী সাত্তারকে আটক করে৷
ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর আমাদের প্রতিনিধিকে জানান- শফি হত্যার ১নং আসামীকে স্থানীয় জনতারা আটক করে খবর দিলে, তার সত্যতা নিশ্চিত করে আসামীকে কক্সবাজার মডেল থানায় তুলে দেওয়া হয়। এবং বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।