রোমান আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হযরত আলী (২২) নামে এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
হযরত আলী নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন ।গত ১৬ তারিখে করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। এরপর ১৮ এপ্রিল হোম কোয়ারান্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পরীক্ষায় করোনা প্রজেটিভ পাওয়া যায়।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান হযরত আলীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান এই প্রথম উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে করোনা আক্রান্তের খরব পেয়ে ওই রোগী বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে।