ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে নীতি নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়। নিখোজের ২৪ ঘন্টা পর ভাসমান অবস্থায় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মিরাপুর ইটভাটা সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এই শিশু কন্যার লাশ উদ্ধারের পর ওই এলাকায় এবং মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। নীতি উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে ও উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আটগ্রাম গ্রামের পাশে নদীর ঘাটে তার ফুপাতো বোন জুথি আক্তারকে সাথে নিয়ে নদীতে গোসল করতে নামে নীতি। এক পর্যায়ে নিতি আক্তার সাঁতার কেটে নদীর মাঝ প্রান্তে পৌঁছালে পানির স্রোতে ভেসে যায়।