আত্রাই উপজেলা প্রতিনিধিঃনওগাঁ জেলার আত্রাই উপজেলায় জাতীয় শ্রমিক লীগের আয়োজনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। শুক্রবার মহান ১লা মে উপলক্ষে সকাল থেকে বিনামূল্যে বিতরনের জন্য সবজির বাজার বসানো হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ ও অসহায়দের মাঝে সবজি বিতরনের উদ্যোগ গ্রহণ করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সরদার শোয়েব। বিনামূল্যে সবজি বিতরণের মধ্যে রয়েছে, আলু,ঢেঁড়স, মিষ্টি কুমড়া,পুঁইশাক,লালশাক,লাউ করলা,তরই,বেগুন ইত্যাদি।
আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার শোয়েব বলেন, করোনার প্রাদুর্ভাবে শ্রমজীবী ও খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে আমাদের স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র চালু করে অভুক্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়েছেন। তাই তার সুপরামর্শ ও সহযোগিতায় আমরা জাতীয় শ্রমিক লীগ বিনামূল্যে সবজি বিতরণ করছি। একদিকে যেমন মানুষ সবজি পাচ্ছে তেমনি ভাবে তাদের পুষ্টির অভাব দূর হচ্ছে। যাতে করে অনেক মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।