Related Articles
কাজী সানি আখাউড়া প্রতিনিধি : আখাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে পৌরশহরের সড়ক বাজারের বিভিন্ন এলাকায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সব ইফতারি বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের নেতৃত্বে বিকেলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা ।ইফতারি সমগ্রী বিতরণ কালে উপস্থিতি ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান তানভির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,মেহেদী হাসান মাহি, শাহজাদা খাদেম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুস্ময় খান,ছাত্রলীগ নেতা আরিফ,শরীফ,শাহিন আহাম্মেদ,আজমাইন ভুঁইয়াসহ আর ও অনেকেই।