কাজী সানি আখাউড়া প্রতিনিধি: কসবা আখাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সরকারের আইন মন্ত্রী আনিসুল হক এর নির্দেশে গরিব অসহায় কৃষকের পাশে দাঁড়ান আখাউড়া যুবলীগের নেতাকর্মীরা। আখাউড়া উপজেলা যুবলীগের বিপ্লবী আহবায়ক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এর পরামর্শে, শনিবার থেকে আজ দুদিন যাবত দক্ষিণ ইউনিয়নের দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। দক্ষিণ ইউনিয়ন যুবলীগের তত্ত্বাবধানে আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল পৌর যুবলীগের সভাপতি মনির খানের নেতৃত্বে ধান কাটা হয়। দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দুলাল মেম্বার সাংগঠনিক সম্পাদক ফরকান উদ্দিন যুবলীগ নেতা সাদেকুল ইসলাম ইকবাল হোসেন জুয়েল মিয়া আমিনুল ইসলাম সহ প্রায় ২৫ থেকে ৩০জন নেতাকর্মী ধান কাটতে অংশগ্রহণ করেন।
এ সময় নেতা কর্মীরা বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং দেশের সোনা ফলানো কৃষক সমাজকে বাঁচানোর তাগিদে তাদের ফসল রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর ।