খাগড়াছড়ি প্রতিনিধিঃকৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে, প্রধানমন্ত্রীর আহব্বানে, রামগড় উপজেলা পৌরছাত্রলীগের উদ্যেগে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের নজিরটিলা গ্রামের কৃষক মোঃমাবুল হক এর ১০ শতক জমির পাকা ধান কেঁটে ঘরে তুলে দেয় পৌরছাত্রলীগের নেতাকর্মিরা।
শনিবার (৯মে)সকাল থেকে দুপুর পর্যন্ত,পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক,ওমর ফারুক,সদস্য মোঃশাহাজান,৮নং ওয়ার্ড ছাত্রলীগের নাজিম উদ্দীন সোহেল, মোঃফরহাদ রামগড় পৌরসভার নজিরটিলা এলাকার মোঃমাবুল হকের ১০শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়। প্রতিনিধিকে রামগড় পৌর ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান নয়ন বলে,রামগড় পৌরছাত্রলীগের সকল কর্মি সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত ।